২৮ অক্টোবর, ২০১৬ ১০:৩৯

যৌথ বাহিনীর হামলায় সিরিয়ায় নিহত ৩৫

অনলাইন ডেস্ক

যৌথ বাহিনীর হামলায় সিরিয়ায় নিহত ৩৫

যৌথ বিমান হামলায় সিরিয়ার জঙ্গি-অধিকৃত ইদলিবে কমপক্ষে ৩৫ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। একটি স্কুলকে টার্গেট করে ওই হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ২২ জনই শিক্ষার্থী। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে কারণ ওই হামলায় আরো অনেকে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সিরিয়া ও রাশিয়ার যৌথভাবে ওই হামলা চালায়।
 
আল-কায়দার শাখা সংগঠন ফতেহ-আল-শাম জঙ্গিদের হাত থেকে ইদলিবকে মুক্ত করতে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে বিমান হামলা শুরু হয়। অভিযোগ ওঠেছে, নিশানা করেই ওই স্কুলে হামলা চালানো হয়েছে। হামলা চালানোর সময় স্কুলটিতে ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

মানবাধিকার সংস্থা সূত্রে খবর, গত এক সপ্তাহ ধরে ইদলিবে টানা বিমান হামলায় এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ৮৯। বিমান হামলার জেরে অনেক নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে বলে সিরিয়া ও রাশিয়ার যৌথ বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

 

বিডি প্রতিদিন/ ২৮ অক্টোবর, ২০১৬/ফারজানা

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর