২৮ অক্টোবর, ২০১৬ ১১:৫১

'নিশ্চিহ্ন হবে পাকিস্তান'

অনলাইন ডেস্ক

'নিশ্চিহ্ন হবে পাকিস্তান'

উরি হামলার পর থেকে পাকিস্তান লাগাতারভাবে কাশ্মীর উপত্যকায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ ভারতের। সম্প্রতি জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী নির্মল সিং দাবি করেছেন, সার্জিক্যাল স্ট্রাইকের পর এমনিতেই ধুঁকছে পাকিস্তান। সন্ত্রাসী দেশ হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে। এমন চললে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হতে বেশি সময় লাগবে না পাকিস্তানের।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে কাশ্মীরে উরিতে ভারতীয় সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা। ভারতের দাবি, পাকিস্তানি সরকারের ইঙ্গিতে এ হামলা চালিয়েছে জঙ্গিরা। এর জবাবে অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। এর পর থেকেই গোলাগুলি চলছে ভারত পাকিস্তান সীমান্তে। এ জন্য দুই দেশই পরস্পরকে দোষারোপ করছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ আনছে।

নির্মল সিংয়ের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৌশলের কারণে বিশ্বে কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। মরিয়া হয়ে বার বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করছে।  কাশ্মীরে জঙ্গি ঢোকানোই উদ্দেশ্য তাদের। উপত্যকার বর্তমান পরিস্থিতির জন্যও তারা দায়ী। অস্থিরতা সৃষ্টি করতে, সরকারের বিরুদ্ধে মানুষকে প্ররোচিত করছে তারা।  

বিডি প্রতিদিন/ ২৮ অক্টোবর, ২০১৬/ফারজানা

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর