২৮ অক্টোবর, ২০১৬ ১৫:৪৫

মাদকবিরোধী অভিযানে ফিলিপাইনে ৯ সঙ্গীসহ মেয়র নিহত

অনলাইন ডেস্ক

মাদকবিরোধী অভিযানে ফিলিপাইনে ৯ সঙ্গীসহ মেয়র নিহত

মাদকবিরোধী অভিযান চলাকালে ফিলিপাইনে সামসুদিন দিমাউকোম নামের এক মেয়র পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এসময় তার নয় সঙ্গীকেও গুলি করে হত্যা করে পুলিশ। শুক্রবার রাজধানী ম্যানিলা থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণে মাকিলালা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের অভিযোগ, মাকিলালা এলাকার তল্লাশিচৌকিতে মাদক নিয়ন্ত্রণ পুলিশ মেয়রের গাড়িটি আটক করেন। এরপরপরই গুলি ছোড়া শুরু করেন ওই মেয়র।  

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সাউদি আমপাতুয়ানের মেয়র ছিলেন সামসুদিন দিমাউকোম। এ বছরের শুরুতে মাদকব্যবসায় জড়িত আছেন এমন দেড়শ সরকারি কর্মকর্তা, বিচারক ও পুলিশের তালিকা করে ফিলিপাইন সরকার। প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এসব ব্যক্তিদের আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু মেয়র সামসুদিন দিমাউকোম অভিযোগ অস্বীকার করেন। ওই মেয়র দাবি করে আসছিলেন, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। মাদকবিরোধী অভিযানে তিনিও সরকারের সঙ্গে একাত্ম আছেন।  


বিডি প্রতিদিন/ ২৮ অক্টোবর, ২০১৬/ ফারজানা

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর