২৮ অক্টোবর, ২০১৬ ১৭:৪৮

হিজাব পরায় চাকরি পেল না জাহিরা

অনলাইন ডেস্ক

হিজাব পরায় চাকরি পেল না জাহিরা

তিনি একজন ইসলাম ধর্মের অনুসারী। তাই নিজের ধর্মকে অনুসরণ করে পর্দানশীল জীবনযাপন করেন। হিজাব পড়েন ঘরের বাইরে যখনই বের হন। আর এই হিজাব পড়ার জন্য যুক্তরাষ্ট্রে এক মুসলিম নারীকে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি দেয়া হয়নি। খবর আনন্দবাজার এর।

এই অমানবিক অন্যায়ের শিকার মুসলিম নারীর নাম জাহিরা ইমানি আলি। তিনি এ ঘটনার জন্য একটি মার্কিন নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তার তরফে মামলা দায়ের করেছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স।

মিসৌরির সেন্ট লুইস কাউন্টির বাসিন্দা জাহিরার আইনজীবীর অভিযোগ, মার্কিন নিরাপত্তা সংস্থা 'সিকিউরিটাস সিকিউরিটি' জাহিরাকে চাকরি দিতে চায়নি তিনি মুসলিম আর হিজাব পরেন বলে। এই বৈষম্যের জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলেও জানান তিনি।

 

বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৬/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর