২৮ অক্টোবর, ২০১৬ ১৯:২৩

'ঈশ্বরের নির্দেশ কাউকে গালি দেওয়া যাবে না'

অনলাইন ডেস্ক

'ঈশ্বরের নির্দেশ কাউকে গালি দেওয়া যাবে না'

সম্প্রতি ফিলিপাইনের প্রেসিডেন্ট রোদ্রিগো দুতার্তে জানিয়েছেন, তিনি ঐশীবাণী পেয়েছেন কাউকে গালি দেওয়া যাবে না। তাকে গালিগালাজ বন্ধ করার জন্য ঈশ্বর নির্দেশ দিয়েছেন। নইলে তাকে বহনকারী বিমান বিধ্বস্ত হবে বলে সতর্ক করে দিয়েছেন ঈশ্বর। তিনি জানান, একটি কন্ঠ শুনতে পেলাম, আমি যেন কাউকে গালি না দেই। নাইলে আকাশ থেকে আমার বিমান বিধ্বস্ত হবে। তাই আমি এখন প্রতিজ্ঞা করেছি, আর কাউকে গালি দেব না। খবর বিবিসির।

জানা যায়, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামাকে 'কুকুরের বাচ্চা' বলে গালি দেন। আর ইউরোপীয় ইউনিয়নকে 'ভন্ড' বলে গালি দেন তিনি। ফিলিপাইনের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের মতো প্রেসিডেন্ট দুতার্তে রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী। কিন্তু রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপকেও তিনি একবার 'পতিতার বাচ্চা' বলে গালি দিয়েছিলেন।

তবে আশার কথা হলো তিনি বলেছেন, এখন থেকে নিজের বক্তৃতায় তিনি আর কোন বাজে শব্দ ব্যবহার করবেন না। তিনি বলেন, ঈশ্বরকে কথা দেওয়া মানে ফিলিপাইনের জনগণকে কথা দেওয়া।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর