২৮ অক্টোবর, ২০১৬ ২০:৩৯

মসুল অভিযানে ৯ শতাধিক আইএস জঙ্গি নিহত

অনলাইন ডেস্ক

মসুল অভিযানে ৯ শতাধিক আইএস জঙ্গি নিহত

ইরাকি সেনারা ইরাকের মসুল শহর পুনর্দখলের জন্য জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত এ অভিযানে ৯ শতাধিক জঙ্গি নিহত হয়েছে। এক মার্কিন বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

ইরাকি বাহিনী এ মাসের ১৭ তারিখ থেকে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। ইরাকের মসুল শহরই আইএসের শেষ গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল। ইরাকি বাহিনী শহরটি দখলের জন্য দক্ষিণ, পূর্ব এবং উত্তর দিক থেকে ক্রমেই সামনের দিকে অগ্রসর হচ্ছ। তারা জয়ের খুব কাছেই আছে। 

মার্কিন জোট এবং কুর্দিশ পেশমেগরা যোদ্ধাদের সহায়তায় জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পেরেছে ইরাকি বাহিনী। তারা গ্রাম এবং শহর দু’ক্ষেত্রেই আইএসকে কোনঠাসা করে ফেলছে। 

মার্কিন জোটের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেপ ভোটেল বলেছেন, "গত সপ্তাহের সফল অভিযানে এখন পর্যন্ত ৮শ’ থেকে ৯শ’ জঙ্গিকে হত্যা করা হয়েছে। তবে মসুলে এখনও সাড়ে তিন থেকে পাঁচ হাজার আইএস জঙ্গি রয়েছে।" 
 

বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৬/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর