২৮ অক্টোবর, ২০১৬ ২৩:২০

অস্ট্রেলিয়ায় পুড়িয়ে মারা হলো ভারতীয় বংশোদ্ভূতকে

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় পুড়িয়ে মারা হলো ভারতীয় বংশোদ্ভূতকে

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ভারতীয় বংশোদ্ভূত এক বাস চালককে জীবন্ত পুড়িয়ে মারলো অস্ট্রেলিয়ার এক যাত্রী। শুক্রবার এই ভয়াবহ ঘটনাটি ঘটে।  নিহতের নাম মনমিত আলিশের। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী বোঝাই বাসের মধ্যে হঠাৎ এক ব্যক্তি মনমিতের গায়ে জ্বলনশীল তরল পদার্থ ঢেলে তার গায়ে আগুন লাগিয়ে দেয়। চোখের সামনে হঠাৎ এ রকম ঘটনায় সকলেই স্তম্ভিত হয়ে যায়। ভয়াবহ এই ঘটনা পরেও কেউ মনমিতকে বাঁচানোর জন্য এগিয়ে আসে নি।

ঘটনার পর পুলিশ জানিয়েছে, ভারতের পঞ্জাবের বাসিন্দা মনমিত ব্রিসবেনে বাসচালকের কাজ করতেন। তিনি ওই এলাকায় একজন গায়ক হিসেবেও পরিচিত। তবে কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটকও করা হয়েছে।

জানা যায়, অস্ট্রেলিয়াতে এর আগেও একাধিকবার ভারতীয়দের উপর আক্রমণ করা হয়েছে। অভিযোগ উঠেছে বর্ণবিদ্বেষেরও। মনমিতের খুনের সঙ্গে বর্ণবিদ্বেষের কোন যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। দু’দেশের মধ্যে এ নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনাও হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর