১ নভেম্বর, ২০১৬ ০৯:৫৮

আইএস জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান ইরাকের প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

আইএস জঙ্গিদের আত্মসমর্পণ করার আহ্বান ইরাকের প্রধানমন্ত্রীর

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে রাখা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।
যোদ্ধার পোশাক পরিহিত অবস্থায় টেলিভিশনে দেওয়া ভাষণে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, “তাদের কোনো উপায় নেই। হয় তারা আত্মসমর্পণ করবে নয়তো মারা পড়বে।”
ইরাকি বিশেষ বাহিনী বর্তমানে মসুল শহরের পূর্বাংশের প্রবেশপথ থেকে মাত্র ১ কিলোমিটার দূরে অবস্থান করছে। তারা শহরটিতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।
আইএসের অপর নাম ব‌্যবহার করে আল-আবাদি বলেন, “আমরা সবদিক থেকে দায়েশের খুব কাছে চলে এসেছি এবং আল্লার ইচ্ছায় আমরা এই সাপের মাথা কর্তন করতে সক্ষম হবো। তারে বের হওয়ার কিংবা পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।”

বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন-০৬

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর