১ নভেম্বর, ২০১৬ ১১:৩১

কাশ্মীরে ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ

অনলাইন ডেস্ক

কাশ্মীরে ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ

কাশ্মীরে আবারও পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত। মঙ্গলবার ভোর ৫টার দিকে সাম্বা ও নৌসেরা সেক্টরে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে বলে জানায় ভারতীয় সেনারা। এরপর আরনিয়াত সেক্টরেও হামলা চালিয়েছে পাক রেঞ্জার্সরা। এসময় পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। 

ভারতীয় সেনাদের পক্ষ থেকে বলা হয়েছে, গুলি বিনিময়কালে সাম্বায় পাক সেনার গুলিতে মৃত্যু হয় ১৯ বছর বয়সী এক কিশোরীর। অপরদিকে, আরনিয়ায় আহত হয়েছেন ৪ জন। গত সেপ্টেম্বরে সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে, নিয়ন্ত্রণ রেখায় প্রায় ৫০ বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ রয়েছে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে। 


বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর