১ নভেম্বর, ২০১৬ ১১:৫৩

বন্যা প্রতিরোধে এভারেস্টের পানি নিষ্কাশন

নিজস্ব প্রতিবেদক

বন্যা প্রতিরোধে এভারেস্টের পানি নিষ্কাশন

সাম্প্রতি বিশ্ব উষ্ণায়নের প্রভাবে হিমালয়ের বরফ গলে তৈরি হয়েছে বিরাট হিমবাহ হ্রদ। হ্রদের পানির প্রভাবে হিমালয়ের দেশ নেপালে বন্যার আশঙ্কা বেড়ে যায়। তবে নেপাল বন্যার আতঙ্ক কাটিয়ে মাউন্ট এভারেস্টের কাছে বরফগলা ইমজা শো হ্রদের পানি বের করতে সমর্থ হয়। দীর্ঘ ছয় মাসের পরিশ্রমে হ্রদটির ৫০ লক্ষ কিউবিক মিটারের বেশি পানি বের করে দেওয়ায় পানিস্তর সাড়ে তিন মিটারের মতো কমেছে বলে জানা যায়। 

নেপালে এই হ্রদটি দ্রুতগতিতে ফুলেফেঁপে উঠেছিল। গত বছর ভয়াবহ ভূমিকম্পের পরই হ্রদের পানি ছাপিয়ে বন্যার আতঙ্কে ভুগিয়েছিল স্থানীয়দের। সেই আতঙ্ক এবার দূর হল বলেই আশা নেপালের। 

 

বিডি-প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর