১ নভেম্বর, ২০১৬ ১৩:২০

খাসি নয়, বিড়াল মেরে বানানো হচ্ছে বিরিয়ানি!

অনলাইন ডেস্ক

খাসি নয়, বিড়াল মেরে বানানো হচ্ছে বিরিয়ানি!

সংগৃহীত

খাসি নয়, বিড়াল মেরে ভারতের চেন্নাইয়ে বিরিয়ানি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই বিষয়টি সামনে এসেছে।

চেন্নাইয়ের পুলিশ ও প্রাণী অধিকার কর্মীরা তদন্ত করে ওই বিষয়টি নিশ্চিত হয়েছেন। তারা জানান, বিড়াল মেরে বিরিয়ানি তৈরি করা ওই চক্র রাস্তার বিড়ালদের ধরে প্রথমে খাঁচায় রেখে দেয়। তারপর তাদের মেরে মাংস দিয়ে বিরিয়ানি বানিয়ে বিক্রি করে।

জানা যায়, ‘পিপল ফর অ্যানিমাল’ নামক একটি সংস্থা 'বিড়াল ধরে কাটা হচ্ছে' গোপন সূত্রে এমন খবর পেয়ে তল্লাশি চালায়। তারা চেন্নাইয়ের পাল্লাভারাম নামক একটি স্থানে গিয়ে দেখে সত্যিই বেড়াল ধরে কাটা হচ্ছে। তারা এই দৃশ্য দেখে ভিডিও তুলে চেন্নাই পুলিশের কাছে নিয়ে যায়।

‘পিপল ফর অ্যানিমাল’ বিভিন্ন সন্দেহজনক জায়গায় অভিযান চালিয়ে ১৬টি বেড়াল উদ্ধার করেছে। ওই বিড়ালগুলো খাঁচায় আটকে রাখা হয়েছিল। এমনকি তাদের পানি ও খাবারও দেওয়া হয়নি।

বিডি প্রতিদিন/ ০১  নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১২

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর