২ ডিসেম্বর, ২০১৬ ১৮:০৩

এবার পানিতে ভাসবে চীনের তৈরি 'টাইটানিক'

অনলাইন ডেস্ক

এবার পানিতে ভাসবে চীনের তৈরি 'টাইটানিক'

ফের তৈরি হচ্ছে টাইটানিক। বিশাল বলরুম, আধুনিক ক্যাসিনো, ঠিক যেমনটা ছবিতে দেখা গিয়েছিল, অবিকল তেমনই। আর নতুন করে এই টাইটানিক তৈরি হচ্ছে চীনে। নতুন এই টাইটানিকের দৈর্ঘ্য ২৬৯ মিটার, প্রস্থ ২৮ মিটার।

কেট উইন্সলেট আর লিওনার্দো ডি ক্যাপ্রিয়ো অভিনীত ছবিটিতে যে ঝকঝকে ঝলমলে বিশাল জাহাজ দেখা গিয়েছিল, সেই জাহাজের আদলেই তৈরি হচ্ছে এই নতুন টাইটানিক। বলরুম, সুইমিং পুলতো থাকছেই সেই সঙ্গে শুধু আধুনিক সুবিধা হিসেবে এতে যোগ হচ্ছে ওয়াই ফাই। 

২০১৪ সালেই চীন টাইটানিকের আদলে এই জাহাজ তৈরির কথা প্রথমবারের জন্য ঘোষণা করে। জানা গেছে, আনুমানিক ১৫০ বিলিয়ন ইউয়েন খরচ হবে এই জাহাজ তৈরির কাজে। তবে টাইটানিকের মত দেশ বিদেশে পাড়ি দেবেনা এই জাহাজ, নোঙর করা থাকবে সিচুয়ান প্রদেশের সৈকতে।

আর এই জাহাজকে কেন্দ্র কয়েই কয়েক কিলোমিটার জুড়ে তৈরি হবে একটি থিমপার্ক। পর্যটকরা যখন খুশি পর্দায় বা ইতিহাসের বইয়ে পড়া টাইটানিককে সামনা সামনি দেখতে পাবেন এখানে এলেই। হাজার রকমের বাজি ফাটিয়ে জাহাজের কাজ বৃহস্পতিবার শুরু করার পরেই জানিয়ে দেওয়া হয়েছে, আনুমানিক ২ বছরের মধ্যেই এই পার্কটি খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য।     


বিডি-প্রতিদিন/২ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর