৩ ডিসেম্বর, ২০১৬ ০৯:০৫

নজরদারি বাড়াতে সীমান্তে ২০০টি ড্রোন উড়াবে ভারত

অনলাইন ডেস্ক

নজরদারি বাড়াতে সীমান্তে ২০০টি ড্রোন উড়াবে ভারত

ফাইল ছবি

চার বছরের পরিকল্পনাকে বাস্তবায়িত করে এবার ২০০টি মিনি ড্রোন কিনতে যাচ্ছে ভারত। আর্মি ক্যাম্পে বারবার জঙ্গিরা হামলা চালানোয় দ্রুত এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করা হচ্ছে বলে জানা গেছে। পাঠানকোটে এয়ারবেসে হামলার পর থেকেই এই বিষয় নিয়ে তৎপর হয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

শত্রুপক্ষের চলাফেরার উপর নজর রাখতেই এইসব ড্রোন কেনা হচ্ছে। এসব ড্রোনের কয়েকটি উড়তে পারবে ১০০০ মিটা পর্যন্ত, আবার কয়েকটি চার কিলোমিটার পর্যন্ত উড়তে পারবে। ২৩ ডিসেম্বরের মধ্যেই ভারতে আসছে এসব ড্রোন।

মূলত ভারত-পাক সীমান্তে নজরদারি চালাতেই এই ড্রোনগুলি আনা হচ্ছে। ব্রিগেডিয়ার রুমেল দাহিয়া জানিয়েছেন, এই অঞ্চলে বারবার জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্তে মোতায়েন করা হবে এই ড্রোনগুলি। এগুলি কন্ট্রোল করবে সেনাবাহিনী। এতে শত্রুপক্ষের সব তথ্য হাতে চলে আসবে সহজেই। পাঠানকোটের তদন্তের সময় গোয়েন্দারা দেখেছেন, নজরদারির অভাব থাকার কারণেই এই ঘটনা। তাই প্রযুক্তিগতভাবে উন্নত নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হচ্ছে। পাঠানকোটের পর উরি এবং সম্প্রতি নাগরোটার হামলা নতুন করে চোখ খুলে দিয়েছে।

 

বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর