শিরোনাম
৪ ডিসেম্বর, ২০১৬ ১৪:৩৭
খবর হিন্দুস্তান টাইমসের

এবার কাশ্মীরে ঘর গড়ছেন রোহিঙ্গারা

অনলাইন ডেস্ক

এবার কাশ্মীরে ঘর গড়ছেন রোহিঙ্গারা

সংগৃহীত

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে নিজ ভূমি রাখাইন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন মুসলিম রোহিঙ্গারা। বাংলাদেশ ও মালয়েশিয়ার পাশাপাশি এখন অনেক রোহিঙ্গা জম্মু ও কাশ্মীরে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।

রোহিঙ্গাদের নতুন আবাস নিয়ে আজ ভারতের হিন্দুস্তান টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

কাশ্মীরে আশ্রয় নেয়া ৭০ বছরের বৃদ্ধ মোহাম্মদ ইউনুস ও শাহ আলম নিজেদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারের বর্ণনা দিয়েছেন। বর্বর নির্যাতনের বর্ণনায় বারবার বাকরুদ্ধ হয়েছেন তারা।

ইউনুস জানান, সেনা সদস্যরা আমাদের সামনেই মেয়েদের ধর্ষণ করেছে, পুড়িয়ে দিয়েছে আমাদের বাড়িঘর, পুড়িয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে অনেক রোহিঙ্গাকে। গত চার বছর আগে বর্বর নির্যাতনের মুখে দেশ ছেড়ে পালিয়ে জম্মুতে এসে আশ্রয় নেই।

জম্মুতে অবস্থানকারী রোহিঙ্গাদের দাবি, সম্প্রতি শুরু হওয়া নির্যাতনের মুখে অন্তত ৩০ থেকে ৪০ হাজার রোহিঙ্গা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অন্যরা ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সৌদি আরবে পালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, এখন পর্যন্ত কাশ্মীরের আশ্রয় শিবিরে প্রায় সাড়ে ১৩ হাজার রোহিঙ্গা অবস্থান করছেন।

বিডি-প্রতিদিন/ ০৪ ডিসেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর