৪ ডিসেম্বর, ২০১৬ ২০:৪০

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো সাউথ সিটি শপিং মল

অনলাইন ডেস্ক

অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো সাউথ সিটি শপিং মল

সংগৃহীত

অগ্নিকাণ্ডের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো কলকাতার সাউথ সিটি শপিং মল। রবিবার (০৪ ডিসেম্বর) সকালে শপিং মলটিতে আগুন লাগে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মলের বেশ কিছু অংশের ক্ষতি হয়েছে।

জানা গেছে, প্রথমে ফুড কোর্টে আগুন লাগে। এতে ধোঁয়ায় ভরে যায় পুরো শপিং মল। দমকলকর্মীরা দ্রুত মলের ভেতরে আটকাপড়াদের বের করেন আনেন। দোকানগুলো খোলা না থাকলেও সিনেমা হলগুলোতে সিনেমা প্রর্দশিত হচ্ছিলো।

দমকলের মোট ২১টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে ব্যবহার করা হয় হাইড্রলিক সিঁড়ি। ভেঙে ফেলা হয় শপিং মলের সামনের অংশের কিছু কাঁচ।
 
এরপরেই কর্তৃপক্ষের তরফে শপিং মলটি বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়।
 
বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর