৫ ডিসেম্বর, ২০১৬ ০১:২০

সিরিয়ায় বিমান হামলায় নিহত ১৪

অনলাইন ডেস্ক

সিরিয়ায় বিমান হামলায় নিহত ১৪

সিরিয়ার ইদলিব প্রদেশের একটি গ্রামে রবিবার বিমান হামলায় অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে একটি শিশুও রয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।

অবজারভেটরি জানায়, কাফর নাবাল নামের এ গ্রামের কয়েকটি অংশে বিমান হামলায় আরও কয়েক ডজন লোক আহত হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

সংস্থা জানায়, একটি রুশ বিমান এই হামলা চালায় বলে প্রতীয়মান হচ্ছে।

রাশিয়া ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরিয়ায় বিমান হামলার মাধ্যমে সামরিক হস্তক্ষেপ শুরু করে। তারা তাদের হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি অস্বীকার করে থাকে।

গত নভেম্বরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, রাশিয়ার বাহিনী ইদলিব ও হোমস প্রদেশ টার্গেট করে ‘বড় ধরনের অভিযান’ শুরু করেছে।

বিডি প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর