৫ ডিসেম্বর, ২০১৬ ০৩:৩৩

‘ট্রাম্পের পররাষ্ট্রনীতির জন্যেই বেঁধে যেতে পারে বিশ্বযুদ্ধ’

অনলাইন ডেস্ক

‘ট্রাম্পের পররাষ্ট্রনীতির জন্যেই বেঁধে যেতে পারে বিশ্বযুদ্ধ’

মার্কিন ডেমোক্র্যাট দলের সিনেটর ক্রিস মারফি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, 'নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির কারণেই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।'

তাইওয়ানের প্রেসিডেন্টসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ট্রাম্পের আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি এই কথাটি বলেছেন।

মার্কিন সিনেটের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির সদস্য মারফি তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, 'ট্রাম্প কোনো পরিকল্পনা ছাড়াই বিশ্ব নেতাদের সঙ্গে মত বিনিময় করে যাচ্ছেন। তিনি (ডোনাল্ড ট্রাম্প) শুক্রবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে ফোনে কথা বলেছেন।'

১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে আমেরিকা। ৩৭ বছরের প্রথা ভেঙে ট্রাম্পের এমন কাজে চীনের সঙ্গে আমেরিকার সম্পর্কে ভাটা পড়ার আশঙ্কা করছেন অনেকে। এরই মধ্যে বেজিং ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। শুক্রবার তিনি ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সঙ্গেও ফোনে আলাপ করেন।

এই সম্পর্কে সিনেটর মারফি বলেন, 'গত ৪৮ ঘণ্টায় যা ঘটেছে তা নীতির কোনো পরিবর্তন নয়। এগুলো কোনো পরিকল্পনা ছাড়াই পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা যোগ করা হয়েছে। আর এভাবেই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।'

ট্রাম্পকে অভিজ্ঞতাসম্পন্ন কোনো পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়ারও পরামর্শ দেন তিনি।

বিডি প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর