৫ ডিসেম্বর, ২০১৬ ০৮:২০

কথা নয়, কাজ করে দেখান, মোদিকে কেজরিওয়াল

অনলাইন ডেস্ক

কথা নয়, কাজ করে দেখান, মোদিকে কেজরিওয়াল

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের প্রসঙ্গ টেনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘'দুর্নীতিমুক্ত দেশ গড়ে দেখান। তাহলে আমিও আপনার জয়গান করব।

রবিবার দিল্লী রাজ্যের উত্তর পশ্চিম জেলার বাওয়ানায় ব্যবসায়ীদের নিয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই শুধু দুর্নীতিমুক্ত দেশ গড়তে নোট কথা মুখে নয়, কাজ করে দেখানোর আহ্বান জানান তিনি। খবর আজকালের।

কেজরিওয়াল বলেন, ‘‌নোট বাতিল করে যদি দুর্নীতি ও কালো টাকা রোখা যায়, তাহলে আমিও আপনার (নরেন্দ্র মোদি) জয়গান করব। আন্না হাজারের নেতৃত্বে শুরু থেকেই দুর্নীতিমুক্ত দেশ গড়ার সপক্ষে গলা চড়িয়েছি। মতপার্থক্য থাকা সত্ত্বেও স্বচ্ছ ভারত অভিযান, সার্জিক্যাল স্ট্রাইক এবং যোগ দিবসের মতো উদ্যোগে প্রধানমন্ত্রীর পাশে থেকেছি। কিন্তু নোট বাতিলের সিদ্ধান্ত একেবারেই যুক্তিযুক্ত নয়। তাই বিরোধিতা করছি।’‌

দিল্লির মুখ্যমন্ত্রীর মতে, ‘নোট বাতিলের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে বই কমেনি। শ্রমিক, কৃষক, ব্যবসায়ী—হেনস্থার শিকার সকলেই। মোদি নিজে তো দিনে দশবার পোশাক পাল্টান। শুধু অন্যদেরই ক্ষেত্রেই ত্যাগ ও বিসর্জনের বুলি আওড়ান। আসলে ব্যবসায়ী মহলে অনেক জানা শোনা তার। অনেকেই কোটি কোটি টাকার ঋণ মেটাননি। তাদের সুবিধা করে দিতেই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।’‌

বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর