৫ ডিসেম্বর, ২০১৬ ১২:৪৩

নওয়াজ শরীফের উপদেষ্টাকে স্বর্ণমন্দির দর্শনে বাধা

অনলাইন ডেস্ক

নওয়াজ শরীফের উপদেষ্টাকে স্বর্ণমন্দির দর্শনে বাধা

ভারতের অমৃতসরে শিখদের পবিত্রতম ধর্মস্থান স্বর্ণমন্দিরে যেতে দেওয়া হল না পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফেরর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজকে। পাঞ্জাব পুলিস সূত্রে জানা গেছে, তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে ভেবে অনুমতি দেওয়া হয়নি। খবর আজকালের।

১৭ ঘণ্টার ভিসাতে ভারতে এসেছিলেন আজিজ। খবর ছিল, অমৃতসরের স্বর্ণমন্দিরে দাঁড়িয়েই সংবাদ সম্মেলন করবেন তিনি। হার্ট অফ এশিয়া সম্মেলনে যোগ দিতে রবিবার অমৃতসর আসার কথা ছিল সরতাজ আজিজের। কিন্তু এক দিন আগেই ভারতে চলে আসেন তিনি। গুঞ্জন শুরু হয়, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে করতেই আগে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলতে পারেন। যদিও শনিবারের নৈশভোজে তিনি মোদির থেকে দূরত্ব বজায় রেখে চলেন। পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখবীরসিং বাদল এবং তার স্ত্রী, তথা কেন্দ্রীয়মন্ত্রী হরসিমরত কৌরের সঙ্গে বসেন।
 
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর