৫ ডিসেম্বর, ২০১৬ ১৮:৩৮

এক পরিবারের আয় ২ লাখ কোটি!

অনলাইন ডেস্ক

এক পরিবারের আয় ২ লাখ কোটি!

ভারতের মুম্বাইয়ের একটি পরিবার দুই লাখ কোটি রুপির আয় ঘোষণা করেছে। ওই পরিবারের সদস্য সংখ্যা চার। পরিবারের কর্তা আব্দুল রেজ্জাক মুহাম্মদ সাঈদ, তার ছেলে মুহাম্মদ আরিফ আব্দুল রেজ্জাক সাঈদ, স্ত্রী রোকসানা আব্দুল রেজ্জাক মুহাম্মদ সাঈদ এবং বোন নুরজাহান মুহাম্মদ সাঈদ। এরা সবাই মিলে বান্দ্রায় একটি বাড়িতে থাকেন।

তবে ওই পরিবারের আবেদন খারিজ করে দিয়েছে সরকার। তাদের আয় নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবারের আবেদন বাতিল করা হয়েছে কারণ এই বিশাল পরিমাণের অঙ্ক ‘সন্দেহজনক প্রকৃতির’।

চলতি বছরের বাজেটে কেন্দ্রের ঘোষিত ‘ইনকাম ডিক্লারেশন স্কিম’ মেনে এই আবেদন জমা দেয় পরিবারটি। সরকারের ঘোষিত নীতি অনুযায়ী, হিসাববহির্ভূত আয় ও সম্পত্তির পরিমাণ ঘোষণা করে ঘোষিত অর্থের ৪৫ শতাংশ কর এবং জরিমানা দিতে রাজি থাকলে তিনি হলফনামা দিতে পারেন। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৬৫ হাজার ২৫০ কোটি রুপির হলফনামা জমা পড়েছে। সাঈদ পরিবারের ঘোষিত আয়ের পরিমাণ তারও তিনগুন। তাই পরিবারের চার সদস্যের আয়, আয়ের উৎস সব পুংখানুপুঙ্খ তদন্ত করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর