৬ ডিসেম্বর, ২০১৬ ১০:৪৫

জয়ললিতার প্রয়াণে তামিলনাড়ুতে ৭ দিনের শোক

অনলাইন ডেস্ক

জয়ললিতার প্রয়াণে তামিলনাড়ুতে ৭ দিনের শোক

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রয়াণে সাত দিনের রাষ্ট্রীয় শোক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার।
প্রায় আড়াই মাসের লড়াই শেষ, গত সোমবার রাতে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। জয়ললিতার মৃত্যুতে ভারতের রাজনৈতিক মহল শোকস্তব্ধ।ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রীসহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ললিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

গত রবিবার বিকেলে জয়ললিতা হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন। এর পর চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করানো হয় ৬৮ বছর বয়সী জয়ললিতাকে। এতদিন ধরে যে মৃত্যুর সঙ্গে লড়াই চলছিল তার, শেষমেশ তাতে হার মানলেন জয়া। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ মারা যান তিনি। সোয়া বারোটায় তার মৃত্যু সংবাদ জানানো হয়।

এদিকে, তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পান্নিরসিলভাম (৬৫) । সোমবার রাত সোয়া ১টার দিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ও পান্নিরসিলভাম। তাকে শপথবাক্য পাঠ করান গভর্নর সিএইচ বিদ্যাসাগর রাও। রাজনীতিতে জয়ললিতার খুবই কাছের মানুষের একজন হিসেবে পরিচিত ছিলেন পান্নিরসিলভাম।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর