৬ ডিসেম্বর, ২০১৬ ১৪:০২

ইসরায়েল বিপজ্জনক স্থান হয়ে উঠছে : কেরি

অনলাইন ডেস্ক

ইসরায়েল বিপজ্জনক স্থান হয়ে উঠছে : কেরি

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সম্প্রতি করা একটি মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। জন কেরি বলেছেন, দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে ইসরায়েল। রবিবার ব্রুকিংস ইন্সটিটিউটের বার্ষিক সাবান ফোরামের বৈঠকে তিনি ওই মন্তব্য করেন। কেরির মতে, ফিলিস্তিনের প্রতি নেয়া গৃহীত নীতিই ইহুদি এ রাষ্ট্রটিকে বিপজ্জনক স্থানে পরিণত করে তুলেছে। খবর ভয়েস অব আমেরিকার। 

জন কেরি আরও বলেন, ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে দীর্ঘ সময় ধরে স্থির হয়ে থাকা শান্তি প্রক্রিয়া ‘আরও খারাপে’র দিকে যাচ্ছে এবং ‘ভুল পথে পরিচালিত হচ্ছে’। জন কেরির এই মন্তব্যের কঠোর সমালোচনা করেছে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো। তাদের মতে, জন রির এই মন্তব্য 'হার্শ ক্রিটিসিজম' ও ' আনডিপ্লোমেটিক'। 


বিডি প্রতিদিন/৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর