৬ ডিসেম্বর, ২০১৬ ২০:৩৯

জয়ললিতার শেষকৃত্যে ২ টন ফুল ব্যবহার!

অনলাইন ডেস্ক

জয়ললিতার শেষকৃত্যে ২ টন ফুল ব্যবহার!

সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার শেষকৃত্যে ২ টন ফুল ব্যবহার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। সেনাবাহিনীর যে গাড়িতে মুখ্যমন্ত্রীকে অন্তিম যাত্রায় নিয়ে যাওয়া হয়, সেই গাড়ি সাজাতে ৪০ জনের লেগেছে ১০ ঘণ্টা।

ভারতীয় সংবাদ মাধ্যম খবর, জয়ললিতার শেষকৃত্যে ব্যবহার করা হয়ছে দু’‌ধরনের ফুল। সজ্জার জন্য একদিকে যেমন ব্যবহার করা হয় অ্যাস্পারাগাস, ডেইজি জাতীয় ফুল। অন্যদিকে, ব্যবহার করা হয় গাঁদা, গোলাপ জাতীয় ফুলও। প্রায় ২০০০ কিলোগ্রাম ফুলের মালা তৈরি হয় জয়ললিতার জন্য। সেই মালা দিয়েই সাজানো হয় গাড়ি। ভোর রাত ৩টা থেকে এই সজ্জায় ব্যস্ত ছিলেন ৪০ জন। বেঙ্গালুরু থেকে শুরু করে তামিলনাড়ুর বাইরে থেকেও আনা হয়ছে ফুল।

এই কাজের ভারপ্রাপ্ত এক কর্মী জানিয়েছেন, দীর্ঘক্ষণ লাগলেও এই কাজ করতে পেরে তারা সম্মানিত। প্রিয় মুখ্যমন্ত্রীর শেষকৃত্যে এই কাজই তাদের শ্রদ্ধার্ঘ্য। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গলবার সমাধিস্থ করা হল জয়ললিতাকে।


বিডি-প্রতিদিন/০৬ ডিসেম্বর, ২০১৬/মাহবুব
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর