৮ ডিসেম্বর, ২০১৬ ১৫:১৮

'তিন তালাক' অসাংবিধানিক, এলাহাবাদ হাইকোর্টের রায়

অনলাইন ডেস্ক

'তিন তালাক' অসাংবিধানিক, এলাহাবাদ হাইকোর্টের রায়

'তিন তালাক' অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছেন ইলাহাবাদ হাইকোর্ট। একই সঙ্গে কোনো পার্সোনাল ল বোর্ডই সংবিধানের ঊর্ধ্বে নয় বলেও জানিয়েছেন ভারতের এ আদালত। বৃহস্পতিবার এই রায়ে বলা হয়, ‘তিন তালাক’ প্রথা মুসলিম নারীদের অধিকার খর্ব করে। তাই এই প্রথা অসাংবিধানিক। খবর আনন্দবাজার পত্রিকার। 

মুসলিমদের বিবাহ বিচ্ছেদের এই পদ্ধতি নিয়ে বিতর্ক বহুদিনের। এতদিন পর্যন্ত বিবাহ-বিচ্ছেদ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির মামলার জন্য মুসলিমরা আলাদা আদালতে যেতেন। কিন্তু ‘ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন’ নামে এক সংগঠন দাবি করে, তিন তালাক কোরান-বিরোধী। এ বিষয়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালিয়ে আসছে। সম্প্রতি তিন তালাক নিষিদ্ধ করা নিয়ে একটি আবেদন পত্রে সই করেন প্রায় ৫০ হাজার মুসলিম। যাদের মধ্যে মহিলা ও পুরুষ উভয়ই রয়েছেন। এ নিয়ে আদালতে একাধিক আবেদনও জমা পড়ে। তিন তালাক প্রথা বন্ধের দাবিতে মুসলিম মহিলাদেরই একটি অংশ সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছেন।

 

বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর