৯ ডিসেম্বর, ২০১৬ ১৪:২৯

সলোমন দ্বীপপুঞ্জে সুনামির সতর্কতা প্রত্যাহার

অনলাইন ডেস্ক

সলোমন দ্বীপপুঞ্জে সুনামির সতর্কতা প্রত্যাহার

সাউথ প্যাসিফিকের কিছু অংশ থেকে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। সলোমন দ্বীপপুঞ্জের অদূরে একটি শক্তিশালী ভূমিকম্পের পর এ সতর্কতা জারি করা হয়েছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৮। ভূমিকম্পটি কিরাকিরা থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দূরে আঘাত হানে।

সংস্থাটি আরো জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা ৪০ মিনিটে (গ্রিনিচ মাস সময় বিকেল ৫টা ৪০ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির পর বেশ কয়েকটি ভূমিকম্প পরবর্তী কম্পন হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভূমিকম্পের পর কোন কোন এলাকার টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এই প্রাকৃতিক দুর্যোগে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সলোমন দ্বীপপুঞ্জের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের পরিচালক লোতি ইয়াতেস বলেন, মালাইতায় বেশ কয়েকটি ভবন ধসের খবর পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির সঠিক অবস্থা এখনো জানা যায়নি।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মালাইতার কাছেই।

মালাইতার ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবহিত হতে সেখানে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

লোতি আরও বলেন, সলোমন দ্বীপপুঞ্জের এক চতুর্থাংশ লোক মালাইতায় বাস করে। সলোমন দ্বীপপুঞ্জে ৬ লাখ লোকের বাস।

বিডি প্রতিদিন/ ০৯ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর