৯ ডিসেম্বর, ২০১৬ ১৫:৩৮

সুচিকে রাখাইন রাজ্যে যাওয়ার অনুরোধ জাতিসংঘের

অনলাইন ডেস্ক

সুচিকে রাখাইন রাজ্যে যাওয়ার অনুরোধ জাতিসংঘের

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচিকে রাখাইন রাজ্যে যেতে অনুরোধ করেছে জাতিসংঘ। মিয়ানমার-বিষয়ক জাতিসংঘের বিশেষ উপদেষ্টা বিজয় নামবিয়ার বৃহস্পতিবার এক বিবৃতিতে শান্তিতে নোবেলজয়ী সুচির প্রতি ওই আহ্বান জানান। রাখাইনের সংকটপূর্ণ পরিস্থিতিতে সুচির হস্তক্ষেপও কামনা করেছেন তিনি। 

বিজয় নামবিয়ার বলেন, স্থানীয় জনগণের নিরাপত্তায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা না নিয়ে অভিযানে যাওয়ায় স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হতাশার সৃষ্টি হয়েছে। আমি সুচিকে রাখাইনের মংডু ও বুথিডং পরিদর্শনের অনুরোধ করছি। সেখানকার বেসামরিক লোকজনকে তাদের সুরক্ষার বিষয়ে আশ্বস্ত করতে বলেছি।

রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনারা অমানবিক নির্যাতন চালাচ্ছে। রোহিঙ্গাবিরোধী এই অভিযান বন্ধে কার্যত কোনো পদক্ষেপ না নেয়ায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হচ্ছেন সুচি। 

বিডি প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর