৯ ডিসেম্বর, ২০১৬ ১৬:০৫

লোকসভায় মুখ খুললে ভূমিকম্প হবে : রাহুল

অনলাইন ডেস্ক

লোকসভায় মুখ খুললে ভূমিকম্প হবে : রাহুল

ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী 'নোট বাতিল' ইস্যুকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে, লোকসভায় এ বিষয়ে তিনি কথা বলার অনুমতি পেলে যা প্রকাশ হয়ে পড়বে তাতে সবার মাঝে ভূমিকম্পের মতো প্রতিক্রিয়া হতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার।  

রাহুল গান্ধী বলেন, সরকার বিতর্ক থেকে পালাতে চাইছে। তারা যদি আমাকে কথা বলার সুযোগ দেয় তাহলে বেশ বড় মাপের ভূমিকম্প হবে। 

নোট বাতিলের সিদ্ধান্তের জেরে গত ১৬ দিন সংসদ অচল করে রেখেছে ভারতের বিরোধী দলে রাজনীতিবিদরা। অধিবেশন শেষ হতে চার দিন বাকি। শেষ ক’‌দিনও কাজ হবে না, তা তো বোঝাই যাচ্ছে। বিরোধীদের দাবি, নোট বাতিল নিয়ে বিতর্ক হোক সংসদে। তার পর ভোট। বিতর্কে অবশ্যই উপস্থিত থাকতে হবে প্রধানমন্ত্রীকে। 

মোদি সরকার এই ভোটের প্রস্তাব মানতে রাজি নয়। তাদের আশঙ্কা, লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজ্যসভায় হেরে যেতে পারে তারা। জট কাটাতে বিরোধীরা স্পিকার সুমিত্রা মহাজনকে বিধি ছাড়াই ‘‌নো রুল’‌ বিতর্ক চালানোর প্রস্তাব দিয়েছে। কোনও জরুরি ইস্যুতে বিধি ছাড়া বিতর্ক চালানোর অনুমতি দেওয়ার অধিকার রয়েছে লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যানের।

 

বিডি প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর