৯ ডিসেম্বর, ২০১৬ ২১:১৪

আইএস নিধনে ৩ শতাধিক দক্ষ কমান্ডো পাঠাচ্ছে তুরস্ক

অনলাইন ডেস্ক

আইএস নিধনে ৩ শতাধিক দক্ষ কমান্ডো পাঠাচ্ছে তুরস্ক

আইএস নিধনে প্রতিবেশী সিরিয়ায় নতুন করে কয়েকশ সেনা পাঠাচ্ছে তুরস্ক। মার্কিন সমর্থিত সামরিক অভিযানকে আরও জোরদার করার জন্য তারা এমন পদক্ষেপ গ্রহন করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের একটি সেনা সূত্র বলেছে, ১১ কমান্ড ব্রিগেডের স্পেশাল ফোর্সের ৩০০ সেনা এরইমধ্যে কারদাক বিমানঘাঁটি থেকে সিরিয়ায় রওনা দিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দেনিজলি প্রদেশের বিমানঘাঁটি থেকে সেনারা বৃহস্পতিবারই রওনা দিয়েছে। 


গত ২৪ আগস্ট থেকে তুরস্কের স্পেশাল ফোর্স ও বিমান বাহিনী ‘অপারেশন ইউফ্রেটিস শিল্ড’ নামে সিরিয়ার ভেতরে সেনা অভিযান শুরু করে। সে সময় দাবি করা হয়েছিল- আইএস ও কুর্দি গেরিলাদের হাত থেকে সীমান্ত অঞ্চল মুক্ত করার জন্য এই অভিযান পরিচালনা করা হচ্ছে। 

অবশ্য, তুরস্ক এ কথাও ঘোষণা করেছে যে, বাশার আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত কথিত ‘ফ্রি সিরিয়ান আর্মি’কে তারা সমর্থন দিচ্ছে। সিরিয়ার সরকার তুরস্কের এই পদেক্ষেপের নিন্দা ও প্রতিবাদ করেছে। দামেস্ক বলেছে, বিনা অনুমতিতে সিরিয়ার ভেতরে কারও সেনা অভিযান চালানোর অধিকার নেই এবং তা সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন।


বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১৩

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর