১০ ডিসেম্বর, ২০১৬ ১১:১২

মহাকাশে পাওয়া যাবে সোনা, প্লাটিনাম!

অনলাইন ডেস্ক

মহাকাশে পাওয়া যাবে সোনা, প্লাটিনাম!

ফাইল ছবি

মহাকাশ নিয়ে গবেষণা চলছেই। প্রতিদিনই বিজ্ঞানীরা নতুন নতুন ভবিষ্যৎ বাণী করছেন। মহাকাশে নানা সম্ভাবনার কথা এসব গবেষণায় উঠে আসলেও এই প্রথম বিজ্ঞানীরা দাবি করছেন চারপাশের বিভিন্ন গ্রহ, উপগ্রহ কিংবা গ্রহাণুতে লুকিয়ে রয়েছে সোনা, প্লাটিনাম থেকে শুরু করে বহুমূল্য নানা খনিজ। 

বিজ্ঞানীদের এই ভবিষ্যৎ বাণীকে প্রমাণ করতেই এবার এসব গ্রহ, উপগ্রহে মূল্যবান ধাতুর খোঁজে অভিযান শুরু করতে যাচ্ছে তিনটি মার্কিন সংস্থা। আর আগামী বছর থেকেই শুরু হয়ে যাবে এই অভিযান। 

এই তিনটি মার্কিন সংস্থার অন্যতম ‘মুন এক্সপ্রেসের’ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নবীন জৈন ও খ্যাতনামা জ্যোতির্পদার্থবিদ নিল ডিগ্রেস টাইসন গত সপ্তাহে ওয়াশিংটনে এক যৌথ প্রেস বিবৃতিতে বলেন, পৃথিবীর ইতিহাসে যতো সোনা উদ্ধার হয়েছে আর আগামী ১০০ বছরে যতো সোনার উদ্ধার হবে তার থেকেও ৩০ থেকে ৪০ গুণ সোনা পাওয়া যেতে পারে মাঝারি আকারের কোন গ্রহাণুতে। 

এসব গ্রহাণুতে ৫০ ফুট গর্ত করে পাওয়া যেতে পারে পৃথিবীতে মজুদ প্লাটিনামের ৩০ গুণ। নতুন এই অভিযান অঞ্চলগুলোর মধ্যে রয়েছে চাঁদও।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর