১০ ডিসেম্বর, ২০১৬ ১২:০১

ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা নয়, মঙ্গোলিয়াকে হুমকি চীনের

অনলাইন ডেস্ক

ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা নয়, মঙ্গোলিয়াকে হুমকি চীনের

রাশিয়া-চীনের বলয় থেকে বেরিয়ে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে মঙ্গোলিয়া। অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সম্প্রতি ভারতের কাছে সাহায্য চান দিল্লিতে মঙ্গোলিয়ার দূত গনচিং গ্যানহোল্ড। কিন্তু দেশটিকে এরইমধ্যে সতর্কবার্তা দিয়েছে চীন। তারা বলেছে, 'ভারতের থেকে আর্থিক সাহায্য নিলে ফল ভালো হবে না।' খবর আজকালের। 

চীনের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল ‌টাইমস’ একটি প্রতিবেদনে আরও জানায়, রাশিয়া ও চীনের প্রতিযোগিতার মধ্যে পড়ে হাঁসফাঁস করছে মঙ্গোলিয়া। নিরপেক্ষ ভাবমূর্তি গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছে। দেশের অর্থনীতি মজবুত করতে তাই অন্য এক প্রতিবেশি রাষ্ট্রের দিকে ঝুঁকছে। বাণিজ্যিক লেনদেনের মাধ্যমে লাভবান হতে চাইছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভৌগলিক রাজনীতিতে মোটেই পারদর্শী নয় মঙ্গোলিয়া। আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল নয় তারা। অন্য একটি দেশের ক্ষতি করে লাভবান হওয়া যায় না। চীনের অর্থনৈতিক উন্নয়নের সুবিধা ভোগ করতে চাইলে পারস্পরিক বোঝাপড়া জরুরি। ভারতের থেকে আর্থিক সাহায্য চেয়ে বিবেচনাহীনের মতো কাজ করেছে তারা। এতে সমস্যা বাড়বে, কমবে না। অর্থনৈতিক মন্দার জেরে এমনিতেই দেশের অবস্থা শোচনীয়। এখনও শোধরানোর সময় আছে।


বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর