১০ ডিসেম্বর, ২০১৬ ২১:০২

নারী নির্যাতনে পাকিস্তান-ভারত পিঠাপিঠি

অনলাইন ডেস্ক

নারী নির্যাতনে পাকিস্তান-ভারত পিঠাপিঠি

বিশ্বের মধ্যে সবেচেয়ে বেশি নারীরা নির্যাতিত হয় আফগানিস্তানে। দ্বিতীয় স্থানে আফ্রিকার দেশ কঙ্গো। পরের দুটি স্থানে পাকিস্তান ও ভারত। ব্রিটেনের ওয়েবসাইট ‘‌দ্য নিউ ইকোনমি ডট কম’‌এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আজকাল।

পরিসংখ্যান বলছে, ভারতে প্রতিদিন গড়ে ৬৭০ জন নারী যৌন হয়রানির শিকার হন! নারীদের সঙ্গে অপরাধের ঘটনায় সবচেয়ে এগিয়ে দিল্লি। সারা দেশে যে পরিমাণ নারী নির্যাতনের ঘটনা ঘটে, শুধু দিল্লিতেই তার চেয়ে তিনগুণ বেশি।  

তালিকায় শীর্ষে থাকা আফগানস্তানে নারীদের মধ্যে ৮৭ শতাংশ নিরক্ষর। এদের মধ্যে ৭০ ভাগ নারীকে জোর করে বিয়ে দেওয়া হয়। আবার ৫৪ ভাগ মেয়ের বিয়ে হয় মাত্র ১৫-১৯ বছর বয়সে।

এছাড়া চার, পাঁচ ও ছ’‌নম্বরে রয়েছে যথাক্রমে সোমালিয়া, কলম্বিয়া এবং মিশর। অষ্টম, নবম এবং দশম স্থানে কেনিয়া, মেক্সিকো এবং ব্রাজিল।

বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর