১১ ডিসেম্বর, ২০১৬ ১১:০৭

'আম্মা'কে 'ভারতরত্ন' উপাধি দেওয়ার অনুরোধ তামিলনাড়ুর

অনলাইন ডেস্ক

'আম্মা'কে 'ভারতরত্ন' উপাধি দেওয়ার অনুরোধ তামিলনাড়ুর

ভারতের তামিলনাড়ু সরকার জয়ললিতাকে 'ভারতরত্ন' খেতাব দেওয়ার জন্য অনুরোধ জানাবে দেশটির কেন্দ্রীয় সরকারকে। সদ্য ঘোষিত মুখ্যমন্ত্রী ও পরনিরসেলভমের নেতৃত্বে তামিলনাড়ু বিধানসভায় নতুন এই প্রস্তাবটি গৃহীত হল।

এক টুইটার বার্তায় ভারতের তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে জয়ললিতাকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব গৃহীত হয়েছে। সংসদে তার পূর্ণাকার ব্রোঞ্জের মূর্তি বসানোর আর্জিও জানানো হবে। জয়ললিতার মৃত্যুর পর গত শনিবার পনিরসেলভমের নেতৃত্বে রাজ্য বিধানসভায় প্রথম মন্ত্রিসভার বৈঠক বসে। সেখানেই ১৫ কোটি টাকা খরচ করে সংসদে আম্মার পূর্ণাকার মূর্তি বসানোর প্রস্তাব আনা হয়। মারিনা সমুদ্র সৈকতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজিআরের স্মৃতিসৌধটির নাম পরিবর্তন করে ‘‌ভারতরত্ন ড. এম আর এবং জয়ললিতা স্মৃতিসৌধ’‌ রাখার প্রস্তাবও তোলা হয়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর