১১ ডিসেম্বর, ২০১৬ ১২:২৬

চীনে বায়ু দূষণ নিয়ে সতর্ক বার্তা

অনলাইন ডেস্ক

চীনে বায়ু দূষণ নিয়ে সতর্ক বার্তা

চীনের বেশির ভাগ স্থানে ধোঁয়া ও কুয়াশা মিশ্রিত ‘‌স্মগ’‌-এর জন্য ইওয়োলো সতর্কতা জারি করল দেশটির আবহাওয়া অফিস। আজ বেজিংসহ দেশের আরো আটটি শহরে দুই দিন ধরে 'স্মগ' ঘিরে থাকবে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। জানা যায়, স্মগের প্রভাব শুরু হবে আজ থেকে। চীনের আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, অতিরিক্ত দূষণের জন্য বায়ুতে এর প্রভাব পড়েছে। পাশাপাশি এই সময় উত্তর চীনে এখন ঠাণ্ডার সময়। ঠাণ্ডার সময়ের কুয়াশা ও জ্বালানি কয়লার ধোঁয়া একসাথে বায়ুতে মিশ্রণের ফলে দূষণ ছড়াচ্ছে। 

দেশটির বেজিং,সানডঙ,তাইনজিনসহ আরো দশটি শহরে কয়লার অতিরিক্ত ব্যবহারে দূষণ ক্রমশ বাড়ছে। বায়ু দূষণ রুখতে চীন সরকার নানা পদক্ষেপ নিয়েছে। কিন্তু কয়েক বছর ধরে চীনের অনেক জায়গাতে বায়ু দূষণের এই প্রভাব দেখা যাচ্ছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর