১১ ডিসেম্বর, ২০১৬ ১৪:১৪

নিউইয়র্ক থেকে লন্ডন পৌঁছাতে লাগবে তিন ঘন্টা!

অনলাইন ডেস্ক

নিউইয়র্ক থেকে লন্ডন পৌঁছাতে লাগবে তিন ঘন্টা!

২০২৩ সালের পর কেউ নিউইয়র্ক থেকে লন্ডনে কোনও মিটিংয়ে যোগ দিতে এলে এক রাতও হোটেলে কাটাতে হবে না তাকে৷ কারণ বিকেল বেলার ফ্লাইটেই তিনি ফিরে যেতে পারবেন নিউইয়র্ক৷ 

জানা গেছে, ২০২৩ সালের মধ্যে হাইস্পিড জেট এজ সুপারসনিক বিমান আনতে চলেছে কলোরাডোর একটি বিমানসংস্থা বুম৷ এরফলে নিউইয়র্ক থেকে মাত্র তিন ঘন্টা ১৫ মিনিটে পৌঁছে যাওয়া যাবে লন্ডন৷ বুমের সঙ্গে যৌথ ভাবে এই বিমান নির্মাণ করতে চলেছে রিচার্ড ব্রেনশন ও ভারজিন গালাকটিক নামের দুটি কোম্পানি৷ শব্দের গতিতে ধাবমান এই বিমানে থাকবে ৪০-৫০ জন যাত্রীর সফরের ব্যবস্থা৷

এছাড়া বুম জানিয়েছে, এই বিমানে সানফ্রানসিসকো থেকে টোকিও যাওয়া যাবে মাত্র ৫ ঘন্টা ৩০ মিনিটে৷ যা সফর করতে বর্তমানে লাগে এগারো ঘন্টা সময়৷ লস অ্যাঞ্জেলস থেকে সিডনি যেতে সময় লাগবে তিন ঘন্টা ৪৫ মিনিট৷

বুম আরও জানায়, বর্তমানে সবাই অত্যাধুনিক ফোন, কম্পিউটার ব্যবহার করছে৷ ফলে বিমানের ক্ষেত্রেও ১৯৬০ সালের বিমানের মডেল ছেড়ে নয়া প্রযুক্তি নিয়ে আসা প্রয়োজন৷ জানা গিয়েছে, ডিজিটাল এরোডায়নামিক ডিজাইনের মাধ্যমে করা হবে বিমানের কাঠামোর ডিজাইন৷


বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১৩

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর