২৯ ডিসেম্বর, ২০১৬ ২২:৩৬

কঙ্গোতে বন্যায় অর্ধশতাধিক প্রাণহানি

অনলাইন ডেস্ক

কঙ্গোতে বন্যায় অর্ধশতাধিক প্রাণহানি

সংগৃহীত ছবি

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

বৃহস্পতিবার এক প্রাদেশিক গভর্ণরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, মুষলধারে বৃষ্টিপাতের কারণে বোমা নগরীর মধ্য দিয়ে বয়ে যাওয়া কালামু নদী প্লাবিত হয়ে অ্যাঙ্গোলার কয়েকজন মানুষ ভেসে গেছে। 

কঙ্গোর মধ্যাঞ্চলীয় প্রদেশের গভর্ণর জ্যাকস এমবাডু বলেন, 'বোমায় সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত একটানা বৃষ্টিপাত হয়েছে। এতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।
কাদায় চাপা পড়া আরো লাশ পাওয়ার আশঙ্কা রয়েছে। পানি স্বাভাবিক স্তরের চেয়ে দুই মিটার (ছয় ফুট) উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অন্তত ৫শ’টি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।'
 
বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর