৩০ ডিসেম্বর, ২০১৬ ০২:২৭

ভাইরাল সৌদি নারীদের নাচ-গান-স্কেটিং (ভিডিও)

অনলাইন ডেস্ক

ভাইরাল সৌদি নারীদের নাচ-গান-স্কেটিং (ভিডিও)

সৌদি আরবের নারীদের একটি মিউজিক ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত ২৩ ডিসেম্বর ইউটিউবে পোস্ট করা হয় এই ভিডিওটি। পোস্ট করার সাথেই সাথেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এরই মধ্যে ১৪ লাখের বেশি মানুষ দেখেছে ফেলেছে ভিডিওটি। টুইটারেরও ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছেন নারীরা। খবর এনডিটিভি এর।

এই ভিডিওটিতে দেশটির বেশ বেশ কিছু প্রথা ভেঙে দেওয়ার প্রবণতা দেখা গেছে। সেই সঙ্গে ভিডিওটার কয়েক জায়গায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের ছবি দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, বোরকা পরা কয়েকজন নারী নাচছেন, গান গাইছেন, স্কেটবোর্ডিং করছেন এবং বাস্কেটবল খেলছেন। ভিডিওটার শুরুতে দেখা যায়, ছোট একটি ছেলে চালকের আসনে বসে আছে। সে-ই চালাচ্ছে গাড়ি। কারণ সৌদি আরবের নারীরা গাড়ি চালাতে পারেন না।

ভিডিওতে দেখা যায়, নারীরা স্কেটিং, স্কেটবোর্ডিং ও রাস্তা খেলনা স্কুটার চালাচ্ছে। এসব কাজের সময় পুরুষরা তাদের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তাঁদের এসব বন্ধ করতে বলছে। নারীর এসব কঠিন দৃষ্টির দিকে ভ্রুক্ষেপ না করে তারা যা করছেন তা চালিয়ে যেতে থাকেন।

 

বিডি-প্রতিদিন/ ৩০ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৫

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর