১৬ জানুয়ারি, ২০১৭ ২১:০৯

'সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বীমা দরকার'

অনলাইন ডেস্ক

'সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বীমা দরকার'

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বীমা দরকার। স্বাস্থ্যসেবার ব্যয় নিয়ে ওষুধ কোম্পানিগুলোর সরাসরি সরকারের সঙ্গে আলোচনা প্রয়োজন। তিনি বলেন, সরকারের পরিকল্পনা হল, পর্যায়ক্রমে বিশেষত বয়োজ্যেষ্ঠ ও স্ব্যল্প আয়ের মানুষের স্বাস্থ্যসেবা দেয়া।

প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য সেবা আইন ‘দ্য অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট’ এর সমালোচনা করে ট্রাম্প অনেক দিন ধরে এটা সংশোধন ও পরিবর্তনের কথা বললেও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। বড় ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর উদ্ধৃতি টেনে ট্রাম্প বলেন, তারা রাজনৈতিকভাবে সুরক্ষিত। এছাড়া আর কিছু নয়। তবে হোয়াইট হাউস ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যসেবাকে সফল উল্লেখ করে তিনি বলেছেন, দুই কোটির বেশি মানুষ এ আইনের মাধ্যমে স্বাস্থ্য বীমার সুযোগ পেয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর