১৭ জানুয়ারি, ২০১৭ ০৯:৪৪

ভারত ইস্যুতে ওবামাকে চীনের হুমকি

অনলাইন ডেস্ক

ভারত ইস্যুতে ওবামাকে চীনের হুমকি

ওবামা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে যত রকমভাবে অসুবিধায় ফেলা যায় তার কোন কমতি রাখছে না চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিইং ওবামা সরকারকে কটাক্ষ করে বলেন, ‘এনএসজি সদস্যপদ কোন দেশের সরকারের পক্ষ থেকে অন্য দেশকে দেওয়া বিদায়ী উপহার হতে পারে না।’

একটি বিবৃতিতে হুয়া বলেন, ‘এনএসজি সদস্য পদের জন্য ভারতের আবেদন এবং এনটিপি স্বাক্ষর না করা দেশের অন্তর্ভুক্তি নিয়ে আমাদের অবস্থান আগেই পরিষ্কার করে বলা হয়েছে। ফলে আমি একই কথা ফের বলব না। আমি শুধু এটাই কথা বলতে চাই, এনএসজি সদস্যপদ কোন দেশের পক্ষ থেকে অন্য দেশকে দেওয়া বিদায়ী উপহার হতে পারে না।’

চীন বারবার একটি ইস্যুতে ভারতের সদস্যপদের বিরোধিতা করছে। কারণ ভারত এনটিপি সমঝোতায় স্বাক্ষর করেনি। তাই ৪৮ দেশের বেশিরভাগ সদস্য ভারতের পক্ষে থাকলেও এই একটি ব্যাপারে আটকে যাচ্ছে সদস্যপদ।

ভারতের দেখাদেখি পাকিস্তানও এই সদস্যপদের জন্য আবেদন করেছে। তবে এ নিয়ে কোন মন্তব্য করেননি হুয়া।

পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনকে ব্লক করা নিয়ে এ দিন কারণ ব্যাখ্যা করতে গিয়ে হুয়া বলেন, ‘ব্লক শব্দটাতে আমার আপত্তি আছে। আমাদের বক্তব্য, ১২৬৭ কমিটিকে আরও বেশি সময় দেওয়া হোক। আরও বেশি প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিক তারা।’

বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৭/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর