১৭ জানুয়ারি, ২০১৭ ১২:০২

আমেরিকার স্বর্ণমুদ্রায় কৃষ্ণাঙ্গ নারী

অনলাইন ডেস্ক

আমেরিকার স্বর্ণমুদ্রায় কৃষ্ণাঙ্গ নারী

গণতন্ত্রের ২২৫ বর্ষপূর্তিতে এক কৃষ্ণাঙ্গ নারীকে গণতন্ত্রের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরেছে আমেরিকা। সম্প্রতি ১০০ ডলারের নতুন গোল্ড কয়েন তৈরি করেছে আমেরিকা। সেই কয়েনে খোদাই করা এক কৃষ্ণাঙ্গ নারীর মুখ। কয়েনটিতে আরও লেখা আছে, 'লেডি লিবার্টি।'

আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়ছেন উদারপন্থী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পরিচিতি পাওয়া বারাক ওবামা। আসছেন চরম রক্ষণশীল ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের শাসনামলে সেই কুখ্যাত বর্ণবাদী বৈষম্য 'আবারও ফিরে আসার' আশঙ্কায় ভুগছেন বহু উদারপন্থী মার্কিনি। ঠিক এই সময়েই যুগান্তকারী ঘটনা ঘটল মার্কিন ট্যাঁকশালে।

 

বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর