১৭ জানুয়ারি, ২০১৭ ১৪:২৩

মেক্সিকোতে সঙ্গীতানুষ্ঠানে গোলাগুলি, নিহত ৫

অনলাইন ডেস্ক

মেক্সিকোতে সঙ্গীতানুষ্ঠানে গোলাগুলি, নিহত ৫

মেক্সিকোর সাগর পাড়ের এক অবকাশ কেন্দ্রে সোমবার সঙ্গীত উৎসবে গোলাগুলির কারণে পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে একজন পদদলিত হয়ে মারা যান। গোলাগুলির ঘটনায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ায় পদদলনের এ ঘটনা ঘটে।

কুইনতানা রো রাজ্যের প্রসিকিউটরের দফতরের এক বিবৃতি বলা হয়, প্লেয়াদেল কারমেনে বিপিএম সঙ্গীত উৎসব চলাকালে নিরাপত্তা বাহিনীর কর্মীরা এক বন্দুকধারীকে ব্লু-প্যারোট নাইটক্লাবে প্রবেশে বাধা দিলে সে বেপরোয়া গুলি শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ হয় এবং হতাহতের এ ঘটনা ঘটে।

রাজ্যের গভর্নর রবার্তো বোর্জ জানান, দু’ব্যক্তির ব্যক্তিগত সংঘাতকে কেন্দ্র করে এ বন্দুক যুদ্ধ হয়।

নিহতদের মধ্যে এ পর্যন্ত তিনজনের পরিচয় জানা গেছে। এদের মধ্যে একজনের নাম কির্ক উইলসন। তিনি কানাডার নাগরিক। অপর দুইজনের নাম ড্যানিয়েল পেমিসনা ও রাফায়েল পেনালোজা। তারা যথাক্রমে ইতালির ও মেক্সিকোর নাগরিক।

উল্লেখ্য, মাদককে কেন্দ্র করে মেক্সিকোতে প্রায়ই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর