১৮ জানুয়ারি, ২০১৭ ১০:১৩

পুরনো নোট তুলে নিচ্ছে ব্রিটেন

অনলাইন ডেস্ক

পুরনো নোট তুলে নিচ্ছে ব্রিটেন

৫, ১০ ও ২০ পাউন্ডের পুরনো নোট তুলে নিচ্ছে ব্রিটেন। তার বদলে বাজারে আসছে নতুন নোট। আগামী ৫ মে থেকে পুরনো ৫ পাউন্ডের নোটে লেনদেন অবৈধ বলে বিবেচিত হবে। কাগুজে এই নোটের জায়গা নিতে চলেছে পলিমার নোট। নির্ধারিত সময়ের পর কারও কাছে পুরনো নোট থাকলে তা বদলে নিতে হবে। 

৫ পাউন্ডের পর ধাপে ধাপে পুরনো ১০ পাউন্ড ও ২০ পাউন্ডের নোটও তুলে নেবে ব্রিটিশ সরকার। ২০২০ সালে ছাড়া হবে নতুন ২০ পাউন্ডের নোট। তাতে থাকবে ব্রিটিশ চিত্রকর জেএমডব্লিউ-এর ছবি। তার আগে চলতি বছরেই বাজারে ছাড়া হবে ১০ পাউন্ডের নতুন পলিমার নোট। ব্রিটিশ ঔপন্যাসিক জেন অস্টিনের ছবি থাকছে।

তবে, এই মুহূর্তে ৫০ পাউন্ডের নোট তুলে নেওয়ার কোনও পরিকল্পনা ব্রিটিশ সরকারের নেই। ব্যাংক অফ ইংল্যান্ড-এর ধারণা, খুব দ্রুত দেশের ৫০ ভাগ কাগুজে নোটই পলিমারে বদলে যাবে। যার অর্থ ১৬৫ মিলিয়ন কটন পেপারের নোট লেনদেনের জন্য বাজারে পড়ে থাকবে। 


বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর