১৮ জানুয়ারি, ২০১৭ ১০:৩৮

গাম্বিয়ায় জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক

গাম্বিয়ায় জরুরি অবস্থা জারি

ক্ষমতা ছাড়ার দুইদিন আগে দেশে জরুরি অবস্থা জারি করেছেন গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্মে। বৃহস্পতিবার গাম্বিয়ার নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের কথা ছিল। কিন্তু সেটা আর হচ্ছে না। রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশনে দেয়া ভাষণে জাম্মে বলেন, 'বর্তমান পরিস্থিতির কারণে পুরো গাম্বিয়া জুড়ে আমি জরুরি অবস্থা ঘোষণা করছি।' খবর গার্ডিয়ানের।

১৯৯৪ সালে সামরিক ক্যু করে  ইয়াহিয়া জাম্মে ক্ষমতা দখল করেন। এরপর ১৯৯৬ সালে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এরপর ২০০১, ২০০৬, ২০১১ সালে অনুষ্ঠিত নির্বাচনে ইয়াহিয়া জাম্মে জয়ী হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। 

২০১৬ সালের ৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আদামো বারাউয়ের কাছে হেরে যান ইয়াহিয়া জাম্মে। কিন্তু নির্বাচনের ফল অস্বীকার করেন তিনি। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরেও তিনি ক্ষমতা ছাড়তে রাজি নন। তার মন্ত্রণালয়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এরইমধ্যে পদত্যাগ করেছেন। তাই বস্তুত একা হয়ে পড়েছেন তিনি। তারপরও মনোবল হারাননি। তিনি এখনো নিজের সিদ্ধান্তে অটল আছেন। 

 
বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর