১৮ জানুয়ারি, ২০১৭ ১২:৪৫

হন্ডুরাসে সাংবাদিককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

হন্ডুরাসে সাংবাদিককে গুলি করে হত্যা

হন্ডুরাসের উত্তরাঞ্চলে মঙ্গলবার এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার দেশটির হাসপাতালের কর্মকর্তারা একথা জানান।

এই নিয়ে ২০০৩ সাল থেকে মধ্য আমেরিকার গোলযোগপূর্ণ দেশটিতে ৬৯ জন গণমাধ্যম কর্মী প্রাণ হারালো।

সান পেদ্রো সুলার’র একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসক অর্তুরো বেন্দানা বলেন, ক্যানাল হাবেল কোমো হাবলা (এইচসিএইচ) নেটওয়ার্কের সাংবাদিক ইগোর পাদিল্লাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ‘মৃত’ ঘোষণা করেন।

হন্ডুরাসের দ্বিতীয় বৃহত্তম নগরী সান পেদ্রো সুলার বিশ্বের সবচেয়ে ভয়াবহ সহিংসতাপূর্ণ শহর।

পাদিল্লা একটি ফোন কল ধরার জন্য বাইরে বের হলে পুলিশের পোশাক পরা ব্যক্তিরা তাকে গুলি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানা। 

এইচসিএইচ চ্যানেলের পরিচালক এডওয়ার্ডো মালদোনাদো বলেন, এই সাংবাদিক নগরীর পুলিশদের ব্যাপারে সংবাদ সংগ্রহ করতেন। তার শরীরে ২০টি গুলি লাগে। তিনি এই ঘটনার তদন্তের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।

বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর