১৮ জানুয়ারি, ২০১৭ ২১:১০

'আইএস থেকে নির্দেশনা পেয়ে ইস্তাম্বুলে হামলা'

অনলাইন ডেস্ক

'আইএস থেকে নির্দেশনা পেয়ে ইস্তাম্বুলে হামলা'

গ্রেফতার আবদুল কাদির মাশারিপভ

আইএস থেকে নির্দেশনা পেয়ে ইস্তাম্বুলে নাইটক্লাবে হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেছেন গ্রেফতার আবদুল কাদির মাশারিপভ। স্থানীয় সংবাদমাধ্যম হুরিয়াতের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এর আগে স্থানীয় সময় সোমবার ইসেনিউর্টে একটি অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ১৭ দিন ধরে অভিযানের পর উজবেকিস্তানের নাগরিক আবদুলকাদিরকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে এক ইরাকি পুরুষ এবং মিশর ও আফ্রিকার তিন নারীকে আটক করা হয়েছে।

পুলিশের কাছে আবদুলকাদির স্বীকার করেছেন, কোনিয়ায় থাকা অবস্থায় সিরিয়ার রাক্কা শহর থেকে ফোনে আমাকে তাকসিম স্কয়ারে হামলা চালানোর নির্দেশ আসে। এরপর গত ১৬ ডিসেম্বর ইস্তাম্বুলে প্রবেশ করে হামলা চালানোর জন্য সুবিধামতো জায়গা খুঁজতে থাকি। নববর্ষের রাতে তাকসিম স্কয়ারে প্রবেশের চেষ্টা করি, কিন্তু সেখানে নিরাপত্তা জোরদার থাকায় হামলা চালানো সম্ভব হয়নি। বিষয়টি জানিয়ে দিতে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়। পরবর্তিতে হামলার জন্য নতুন স্থান বেছে নিতে নির্দেশ দেওয়া হয়। 

বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৭/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর