১৯ জানুয়ারি, ২০১৭ ০০:১০

ভারতে পর্নো ভিডিও প্রচারের অভিযোগে মার্কিন নাগরিক গ্রেফতার

অনলাইন ডেস্ক

ভারতে পর্নো ভিডিও প্রচারের অভিযোগে মার্কিন নাগরিক গ্রেফতার

সংগৃহীত ছবি

ভারতের হায়দরাবাদ শিশু পর্নো ভিডিও ইন্টারনেটে প্রচারের অভিযোগে জেমস কিরক জোনস নামে এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।তিনি যুক্তরাষ্ট্রের নিউজার্সির বাসিন্দা। আজ দেশটির সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪২ বছর বয়সী মার্কিন নাগরিক জেমস কিরক জোনস ২০১২ সাল থেকে হায়দরাবাদের একটি আইনি পরামর্শ প্রতিষ্ঠানে ভাষাবিশেষজ্ঞ হিসেবে কাজ করছিলেন। গতকাল মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে হায়দরাবাদের মাধাপুরের বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, সম্প্রতি ইন্টারপোলের কাছ থেকে তেলেঙ্গানা পুলিশের সাইবার-ক্রাইম বিভাগ তথ্য পায় যে ইন্টারনেটের একটি নির্দিষ্ট আইপি (ইন্টারনেট প্রটোকল) অ্যাড্রেস থেকে অবৈধ শিশু পর্নো ভিডিও আপলোড করা হয়। পরে খোঁজ করে দেখা যায়, ওই আইপি অ্যাড্রেসটি জোনসের বাসা মাধাপুরের। পরে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। তিনি নিজে শিশুদের যৌন নির্যাতন করতেন কি না, তা খতিয়ে দেখছে ভারতের পুলিশ।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর