১৯ জানুয়ারি, ২০১৭ ০৯:৫৭

পতঙ্গের নামকরণ হলো ট্রাম্পের নামে

অনলাইন ডেস্ক

পতঙ্গের নামকরণ হলো ট্রাম্পের নামে

"চুলের স্টাইলের" কারণে মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ক্ষুদ্র একটি পতঙ্গের বিশেষ নামকরণ করা হয়েছে। নিওপালপা ডোনাল্ডট্রাম্পি নামের ওই পতঙ্গটিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবিষ্কার করেছেন কানাডিয়ান গবেষক ভাজ্রিক নাজারি। খবর বিবিসির।

নামকরণের কারণ পতঙ্গটির মাথায় সোনালী রংয়ের আঁশ যেটি দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত চুলের মত।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামে প্রাণীর নামকরণ কিন্তু নতুন কিছু নয়, বিবিসি বলছে, বারাক ওবামার সময়কালে তার নামে মোট ৯টি প্রজাতির প্রাণীর নামকরণ করা হয়।

এই সম্মানের বিষয়ে ট্রাম্প এখনও কিছু বলেননি। যদিও এ বিষয়ে তার সন্তুষ্টি হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিশেষ করে যখন ক্ষুদ্র এই প্রাণীটি, যেটির পাখার দৈর্ঘ্য এক সেন্টিমিটারের মত, সেটির আবাসস্থল দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া অঞ্চলে।

যওদ গবেষক নাজারি বলছেন, "আমি আশা করি ট্রাম্প যুক্তরাষ্ট্রে এধরণের ভঙ্গুর ইকোসিস্টেমের রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এ ধরণের ইকোসিস্টেমে অনেক ধরণের প্রজাতি রয়েছে যেগুলো এখনো আবিষ্কার হয়নি এবং এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করতে হবে।"


বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর