১৯ জানুয়ারি, ২০১৭ ১৩:০০

মেক্সিকোয় পরিবেশ কর্মীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

মেক্সিকোয় পরিবেশ কর্মীকে গুলি করে হত্যা

মেক্সিকোয় প্রখ্যাত একজন পরিবেশ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির চিহুয়াহুয়া অঙ্গরাজ্যে নিজ বাড়িতে তাকে হত্যা করা হয়। হত্যার আগে বেশ কয়েকবার তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

ইসিদ্রো ব্লাদেনেগ্রো নামের এই পরিবেশ কর্মী দীর্ঘদিন ধরে সিয়েরা মাদ্রে পার্বত্য অঞ্চলে অবৈধ বৃক্ষ নিধনের বিরুদ্ধে শক্তিপূর্ণ প্রতিবাদ ও প্রচার-প্রচারণা চালান।

২০০৫ সালে পরিবেশ রক্ষায় তার অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি মর্যাদাপূর্ণ গোল্ডম্যান পরিবেশ পরিষ্কার পান।

ব্রিটেনভিত্তিক সংস্থা গ্লোবাল উইটনেস জানিয়েছে, ২০১৫ সাল পর্যন্ত পাঁচ বছরে মেক্সিকোয় ৩৩ পরিবেশ কর্মীকে হত্যা হয়।

বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর