১৯ জানুয়ারি, ২০১৭ ১৩:১০

সব কিছু ঠিক হয়ে যাবে, শেষ বার্তায় ওবামা

অনলাইন ডেস্ক

সব কিছু ঠিক হয়ে যাবে, শেষ বার্তায় ওবামা

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বুধবার শেষ বক্তৃতা দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ে যারা এখনো হতাশাগ্রস্থ এদিন দেয়া বক্তৃতায় ওবামা তাদের সান্ত্বনা দেন। ট্রাম্পবিরোধীদের উদ্দেশ্যে ওবামা বলেছেন, 'সব কিছু ঠিক হয়ে যাবে।' 

ডেমোক্রেট রাজনীতিবিদ ওবামা মার্কিন নির্বাচনে তার শাসনামলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়েছিলেন। প্রেসিডেন্টের শেকলে বন্দী থেকেও ট্রাম্পের সমালোচনা করেছেন। ট্রাম্প যাতে না জিততে পারে তার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন। 

শেষ বক্তৃতায়ও সেটা গোপন করেননি ওবামা। তিনি বলেন, এটা সত্যি জনসম্মুখের চেয়ে দরজা বন্ধ করে আমি বেশি অভিশাপ দিয়েছিলাম। নির্বাচনে প্রত্যাশামাফিক ফল না আসায় মাঝে মাঝে নিজেকে পাগল আর ভীষণ হতাশ একজন মানুষ মনে হতো। কিন্তু ভেতর থেকে আমি বিশ্বাস করি, সময়ে সব ঠিক হয়ে যাবে। 

ওবামা আরও বলেন, 'আমাদের শুধু লড়াইটা করে যেতে হবে। আমাদের আদর্শের জন্য কাজ করে যেতে হবে এবং কোনো কিছুতেই ছাড় দেয়া যাবে না, হাল ছাড়া যাবে না।' খবর ইয়াহু নিউজের। 


বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর