১৯ জানুয়ারি, ২০১৭ ১৪:২০

রোহিঙ্গা ইস্যুতে কুয়ালালামপুরে ওআইসি'র বিশেষ বৈঠক

অনলাইন ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে কুয়ালালামপুরে ওআইসি'র বিশেষ বৈঠক

মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর জুলুম, নির্যাতন ও হত্যার বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার কুয়ালালামপুরে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির এক বিশেষ বৈঠক ডেকেছে মালয়েশিয়া। খবর বিবিসির।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের ঘটনায় বিপাকে আছে বাংলাদেশও। বহু রোহিঙ্গা মুসলিম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এই সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশও নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরতে চায়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৈঠকের আগের দিন বুধবার রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সহিংসতা এবং কম্বোডিয়া ও রুয়ান্ডার মতো গণহত্যা রোধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন ওআইসির মিয়ানমার বিষয়ক দূত এবং মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ হামিদ আলবার।

বৈঠককে ঘিরে রোহিঙ্গা সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে জাতিসংঘ কমিশন গঠন করে তদন্তের দাবি জানানো হয়েছে। এজন্য ওআইসির দেশগলোর সহায়তা চেয়েছে আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশন।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর