১৯ জানুয়ারি, ২০১৭ ১৪:৪০

মুম্বাই হামলায় চক্রান্তকারীর ভাতিজা নিহত

দীপক দেবনাথ, কলকাতা

মুম্বাই হামলায় চক্রান্তকারীর ভাতিজা নিহত

জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা (এলইটি)-এর কমান্ডার আবু মুসা কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। মুসা লস্কর-ই-তৈয়বার প্রধান এবং ২৬/১১ মুম্বাই হামলার মূল চক্রান্তকারী জাকি-উর-রহমান লকভির ভাতিজা। উত্তর কাশ্মীরে এই জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক বিস্তারের দায়িত্ব দেয়া হয়েছিল তার ওপরে।  

বৃহস্পতিবার সকালে উত্তর কাশ্মীরের বন্দিপোরা জেলার হাজিন এলাকা চারিদিক দিয়ে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ওই জঙ্গি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এরপর পাল্টা গুলি চালানো হয়। 

দুই পক্ষের বন্দুকযুদ্ধে নিহত হয় লস্কর-ই-তৈয়বার শীর্ষ ওই জঙ্গি। বন্দুকযুদ্ধে রাজ্য পুলিশের এক সদস্যও গুরুতর আহত হয়েছে। চিকিৎসার জন্য তাকে শ্রীনগরের হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিহত জঙ্গির কাছ থেকে একে-৪৭ রাইফেলসহ প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী।

 

বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর